স্বপ্নঘোর
- মাহমুদুল হাসান ২৮-০৪-২০২৪

শেষ হওয়া প্রতি সিগারেটে
মিশে আছো তুমি
প্রতি স্তরে, তামোক পাতায়,
ধোয়ায় ধোয়ায় তোমায় উড়ায়,
নিঃশব্দ চুম্বনধ্বনি।

তুমি মিশে ছিলে
সবুজবর্ণ শাড়ির আচলে
আসমানি নীল শঙ্খচিলে
ভাটা পড়া নদীর জলে
শীতল ছোঁয়ায় আঙুলে
মিশে ছিলে
আধো আলোতে ছুয়েঁছে
মন, মনের সংসয়
মেঘকালো ঢেউ খেলানো
এলোচুলে স্বেচ্ছা ক্ষয়
মনে মনে কথা, ভাললাগা
হারিয়ে ভয়, যুদ্ধ হয়।

তবু ভয় হয়, আবার ভয়
হারিয়ে ফেলা মেঘ
মেঘে মেঘে সন্ধিযুদ্ধ
বৃষ্টি হয়ে ঝরে আবেগ।
মিছেমিছি স্বপ্নরা বাঁধে ঘর
মেঘের ডানায় সবুজ শাখায়
পাতা ঝরে শীতল ছোঁয়ায়
স্বপ্নেরা মরে না, হাওয়ায় হাওয়ায়
উড়ে বেড়ায় এ চোখ থেকে ও চোখে
স্বপ্ন বদলায়, বদলে যায় সময়
কেন বদলে যায় না,
তোমাকে পাবার চাওয়ায়।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।